Logo Design Responsive । লোগো ডিজাইন রেসপন্সিভ

Logo Design Responsive(লোগো ডিজাইন 

রেসপন্সিভ)





Responsive




Ressponsive কি সেটা আমরা সরাসরি উদাহরণ এর মাধ্যমে জানবো:


আমার এই ওয়েবসাইট টি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, তহালে দেখবেন সাইট টির থিম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে,আপনি যদি এ সাইট টি মোবাইলের মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?

ডেক্সটপ/ল্যাপটপ এর মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?

ট্যাবলেট এর মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?

অর্থাৎ যে, যেটা দিয়েই ভিজিট করুক না কেন, তার ডিভাইসে কেমন দেখাবে। সকলের কাছে যেন এ সাইটের মূল ম্যাসেজ/ ইনফরমেশন গুলো সঠিকভাবে যায়। কোন কিছু যেন মিসিং না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলেই তাদের ডিভাইসে সাইট টি সুন্দরভাবে দেখতে পারবে। যদিও এ জন্য লে-আউটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ কাজটাই মূলত Ressponsive





For Add





Logo Design Responsive


লোগো ডিজাইন এর ক্ষেত্রে Logo যে কাজে বা যে ডিভাইসে ব্যবহার করা হবে, সেই কাজে বা ডিভাইসে ব্যবহার করতে গিয়ে যদি ছোট বড় করতে হয়, বা কিছু টেক্স/ ইলিমেন্টস বাদ দেওয়া হয়, তাহলে এমন ভাবে কাজটি করতে হবে যে লোগোর মূল ম্যাসেজ/ ইনফরমেশন বা থিম যেন স্পষ্ট বুঝা যায় বা Logo টি যে ব্রেন্ড এর সেটা যেন স্পষ্টই বোঝা যায়।


অথবা,

Logo Design করার সময়  Logo টি এমন ভাবে Design করতে হবে। যাতে এটি যে কোন জায়গায় ব্যবহার করা যায়, অথবা ব্যবহার অনুযায়ী যত ছোট কিংবা বড় করা প্রয়োজন হয়, তহালে যেন কাজ টি করতে কোন অসুবিধা না হয়। এবং Logo এর মূল ম্যাসেজ/ ইনফরমেশন/ উদ্দেশ্য টি ফুটিয়ে তোলা যায়। 

তাকেই Logo Design Responsive বলে।




বিষয়টা আরো সহজে বুঝতে হলে কিছু উদাহরণ দিয়ে বুঝা যাক:














উপরের ৩ টি চিত্রের উদাহরণ গুলো ভাবে ভাবে দেখলে একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হলো,

Logo ব্যবহাররের স্থানের কারণে কিছু কিছু ডকুমেন্ট বাদ দেওয়ার পরও লোগো গুলো সুন্দর লাগছে এবং Logo গুলোর মূল মেসেজটি ফুটে উঠছে।

মূল কথা: Logo ব্যবহারের স্থান এর কারণে যদি কোন কিছু বাদ দেওয়া হয় তারপরও লোগোর মূল মেসেজটা ফুটে উঠবে এবং মূল  সার্ভিসটি ফুটে উঠবে। 



For Add



Logo Design করার সময় আমরা অনেক সময় এ বিষয়টি মাথায় রাখিনা বিধায় আমাদের Logo গুলো শুধু ডেক্সটপে বা একটি নির্দিষ্ট সাইজে ভালো দেখায়।


কিন্তু, কোন ওয়েবসাইটে ব্যবহার হলে সে ওয়েবসাইট টি  যদি মোবাইল বা ট্যাবলেট দিয়ে ভিজিট করলে আর সে লোগোটির মূল অংশটি ফুটে উঠে না, চ্যপটা বা লম্বা হয়ে যায় বা কোন কিছুই বোঝা যায় না। 

তাই Logo Design করার  সময় অবশ্যই আমাদেরকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে।





সর্বশেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩

লেখক ও গবেষক

--------------

মোঃ ইউসুফ

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
(লোগো ডিজাইনার)

Contact and Follow



যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool

পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আপনাকে ধন্যবাদ। শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করুন।

    উত্তরমুছুন
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)