Color Theory A to Z in Bangla । কালার থিওরী বাংলায়।

Color Theory


 


কালারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা


  • কোন কিছুর  সুন্দর করে তোলার জন্য কালার ব্যবহৃত হয়।
  • ইউজারদের সাইকোলজি অনুযায়ী ডিজাইন করতে কালার ব্যবহৃত হয়।
  • যে কোন মেসেজ দিতে কালার ব্যবহৃত হয়।
  • দিক নির্দেশনা দিতে (যেমন: ট্রাফিক লাইট) কালার ব্যবহৃত হয়।
  • মনযোগ আকর্ষণ করতে কালার ব্যবহৃত হয়।
  • এছাড়া আরো অনেক কাজে কালার ব্যবহৃত হয়





For Add






কালার তৈরির প্রক্রিয়া:



Basic/Foundation/Primary Color:


তিনটি  Basic/Foundation/Primary Color কালার রয়েছে । যে কালার গুলো অন্য কোন কালারের সমন্বয়ে তৈরি হয়না , বরং অন্য কালার গুলো  তৈরি হয় এ কালার গুলো থেকে। 


সেগুলো হল:  Red, Blue and  Yellow



উপরের চিত্রের কালার গুলোকে একসাথে Basic/Foundation/Primary Color  বলে।





Secondary Color:


Secondary Color কালার গুলো Primary Color থেকে তৈরি হয়।


দুটি Primary Color মিলে একটি Secondary Color তৈরি হয়।



কালার গুলো হল:


Red +  Yellow = Orange

 Yellow + Blue = Green

Blue + Red = Purple




উপরের চিত্রের কালার গুলোকে একসাথে Secondary Color বলে।





Tertiary Color:


Primary Color এবং Secondary Color মিলে যে Color গঠিত হয় তাকে Tertiary Color বলে।




কালার গুলো হলঃ


Red + Orange = RedOrange

Orange +  Yellow = Yellow-orange

Yellow+ Green= YellowGreen

Green+ Blue = BlueGreen

Blue + Purple = BluePurple

Purple +Red = RedPurple







উপরের চিত্রের কালার গুলোকে একসাথে Tertiary Color বলে।







For Add







Color Wheel :


Primary Color, Secondary Color এবং Tertiary Color গুলো যে Wheel এ এক সাথে থাকে তাকে Color Wheel বলে।











Warm and Cool Color:

















Hue, Saturation, and Value:


Hue, Saturation & value are the three attributes of color.


Color এর তিনটি বৈশিষ্ট্য হল Hue, Saturation & value.







For Add








Hue:


Another name of Color.


কালারের আরেকটি নাম হল Hue






Saturation:


The purity of color.


কালারের পরিমাণকে Saturation বলে





Value:


Lightness or Darkness of color.


কালার উজ্জ্বলতা বা অন্ধকারাচ্ছন্নতা কে Value বলে









For Add







Shade, Tint, and Tone:



Shade:


The shade is a mixture of a Color Black with an increase in the Darkness in a color.


যে কোন কালারের সাথে কালো কালার ব্যবহার করে Darkness/ অন্ধকারাচ্ছন্নতা বৃদ্ধি করাকেই Shade বলে।


সহজ কথায় যে কোন কালারের সাথে Balck কালার ব্যবহার করার নামই Shade.







Tint:


The tint is a mixture of a color with White which reduces the darkness in a color.


যে কোন কালারের সাথে সাদা কালার মিক্স করে তার Darkness/ অন্ধকারাচ্ছন্নতা কমানোর কাজই Tint






Tone:


The tone is produced by mixing a color of grey.


যে কোন কালারের সাথে গ্রে কালার মিক্স করলে যে কালার গুলো তৈরি হয় তাকে Tone বলে








Color Rules & Formulas:




There are 6 rules of color.

  1. Monochromatic
  2. Complementary
  3. Triadic
  4. Tetradic
  5. Analogous
  6. Split Complementary







For Add








 

01. Monochromatic Color:


Monochromatic colors are credited by different Saturations ( Tint/ Tone/ shade ) of the same hue.


একই কালারের বিভিন্ন ভেরিয়েশনের কালার অর্থাৎ ( Tint/ Tone/ shade ) ভার্সনের কালার কে Monochromatic color বলে




যদি এক কালার দিয়ে ডিজাইন করার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হয়।



কিছু উদাহরণ দেখা যাকঃ









বিঃ দ্রঃ
এ কালার নিয়ে কাজ করার সময় একদমই হাই লেভেলের কালারটা বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে






For Add







02. Complementary Color:









Opposite of each color from the color wheel.


Color wheel এর যে কোন একটি Color এর বিপরীতের কালারের ( Tint/ Tone/ shade ) সহ একসাথে Complementary Color.


শুধু ২ কালার দিয়ে ডিজাইন করতে এটি ব্যবহৃত হয়।




কিছু উদাহরণ দেখা যাকঃ














For Add








03. Triadic Color:





Three colors are equally spaced around the color wheel.


কালার হুইল এর সম-ব্যবধানের যে কোন তিনটি কালার নিয়ে গঠিত কালার কে Triadic Color বলে।



অথবা,

কালার হুইল এর সমান দূরত্বের ৩ টি কালারকে Triadic Color বলে।




অথবা

আমার নিজের ভাষায় যদি বলিঃ


কালার হুইল এর যে কোন একটি কালার সিলেক্ট করার পর, তার পরপর ৩ টি কালার বাদ দিয়ে চতুর্থ টি এবং তার পর আবার পর পর ৩ টি কালার বাদ দিয়ে ৪র্থ টি সহ মোট ৩ টি কালার কে এক সাথে Triadic Color বলে।


অথবা,

কালার হুইল এ একটি সমকোণী ত্রিভুজ নিয়ে কোন একটি কালার সিলেক্ট করা হলে এবং অপর দুই প্রান্তের দুটি কালার সহ তিনটি কালার কে একসাথে Triadic Color বলে।







৩ কালার নিয়ে ডিজাইন করার সময় এটি ব্যবহৃত হয়।




কিছু উদাহরণ দেখা যাকঃ











For Add







04. Tetradic Color:





Uses 4 colors arranged into 2 Complementary pairs.


২ জোড়া Complementary কালার কে একসাথে করলে মোট ৪ টি কালারকে একসাথে Tetradic color বলে।


৪ কালারের ডিজাইন করার সময় সময় এটি ব্যবহৃত হয়।




কিছু উদাহরণ দেখা যাকঃ













05. Analogous Color:




Analogous colors are any 3 colors that are next after next.

যে কোন color সিলেক্ট করার পর সেটার পরপর তিনটি কালার মিলে হয় Analogous colors.


বিঃ দ্রঃ প্রয়োজনে পরপর ৩/৪/৫ বা তার বেশী নিলেও সেটা Analogous colors.







৩/৪/৫ বা তার বেশী কালার নিয়ে কাজ করার সময় এটি ব্যবহৃত হয়।




কিছু উদাহরণ দেখা যাকঃ

























For Add







06. Split Complementary Color:





Split Complementary color joins 2 adjacent colors with 1 complementary color.


যে কোন একটি color সিলেক্ট করার পর তার সম্পূর্ণ বিপরীত color টি বাদ দিয়ে তার দুই পাশের দুটি কালার সহ মোট ৩ টি color কে একসাথে Split Complementary color বলে।


৩ কালারের ডিজাইন করতে এটিও ব্যবহৃত হয়।




কিছু উদাহরণ দেখা যাকঃ











For Add








Difference Between RGB and CMYK Color:


What is RGB color?



R= Red, G= Green, B= Blue.


Using?


For any Digital Devices.


সকল ডিজিটাল ডিভাইসে RGB কালার ব্যবহৃত হয়।





যে ডিজাইন গুলো প্রিন্ট হয় না বা হবে না অথবা, শুধু ওয়েবসাইট বা ডিজিটাল ডিভাইসের জন্য করা হয় সেগুলোতে RGB কালার ব্যবহৃত হয়।





What is CMYK Color?




C= Cyan, M= Magenta, Y= Yellow, K= Key Color/ Black Color.


Using?


For any Printing Purpose.

যে কোনো প্রিন্টের জন্য এই কালার ব্যবহৃত হয়। অর্থাৎ সকল ধরনের প্রিন্টের CMYK কালার ব্যবহৃত হয়





For Add







 

Color Psychology:







কোন কালার দিয়ে কী বুঝানো হয়েছে বা কোন কালার কোন ধরনের ডিজাইনের জন্য ব্যবহার করব? বা কোন কালার দিয়ে কি বোঝানো হয়, তা বুঝে ডিজাইন করা কে কালার Color Psychology বলে।










Color Psychology ডিজাইনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ তাই Color Psychology নিয়ে আরো বিস্তারিত জানতে উপরের ছবিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন আর যদি ছবিটি স্পস্ট না হয় তাহলে এ লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে পড়ুন।







For Add








How to Select the Best Color for Your Designs:



ট্রিক্স ০১:

যে কোন ডিজাইন করার পূর্বে অবশ্যই সে ক্যাটাগরির ডিজাইন এর Psychology টা বুঝে সে অনুযায়ী কালার নিয়ে ডিজাইন করবেন।



ট্রিক্স ০২:

যদি সে ক্যাটাগরির ডিজাইন এর Psychology টা বুঝে সে অনুযায়ী কালার নিতে না পারেন তহলে, সে ক্যাটাগরির ডিজাইন লিখে Google, Pinterest, Graphicriver, Freepik, etc তে সার্স দেওয়ার পর দেখতে হবে সেই ক্যাটাগরির ডিজাইন গুলো কোন কোন কালার বেশী ব্যবহৃত । তারপর সে সে কালার টি আপনি নির্দিধায় ব্যবহার করতে পারেন।


ট্রিক্স ০৩:

কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া হল, সে ওয়েবসাইট থেকে কালার নিয়ে নির্দিধায় ব্যবহার করতে পারবেন।


সেগুলো নিম্নরূপ:

  1. www.colormind.io
  2. www.colorhunt.co
  3. www.color.adobe.com
  4. www.flatuicolors.com
  5. www.mycolor.space






সর্বশেষ আপডেট: ২১ আগস্ট ২০২৩

লেখক ও গবেষক

--------------

মোঃ ইউসুফ

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
(লোগো ডিজাইনার)

Contact and Follow



যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool

পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)