What is logo design । লোগো ডিজাইন কী ?

লোগো ডিজাইন কি ?





Logo Design হলো:


কোন Brand/ Business/ Organization/ Institute কে ইউনিক/ সম্পূর্ণ আলাদাভাবে চেনার জন্য Shape/ symbol/ text/ image/ illustration এর সমন্বিত ব্যবহার কে Logo বলে। 






Logo Design এর উৎপত্তি ও ক্রমবিকাশ:


Logo Design এর উৎপত্তি:







লোগোর ইতিহাস খুজতে হলে আমাদের কে প্রাচীন কালে ফিরে যেতে হবে। যখন মানুষ পারিবারিক ক্রেষ্ট, হায়ারোগ্লিফ এবং প্রতীকবাদ এ ব্যবহৃত হতো।

বিশেষ করে প্রাচীন রোমান সভ্যতার বিভিন্ন গোষ্ঠী বা ফ্যামিলি কে আলাদা ভাবে চেনার আংটির মধ্যে বিশেষ নকশা বা প্রতিক ব্যবহার করতো।








প্রাচীন লোগো গুলোর প্রাথমিক সংস্করণগুলো ধারণা করা হয় (আনুমানিক ১৩০০ খ্রিস্টাব্দে) বিকশিত হয়েছিল, কারণ তখন দোকান এবং সরাইখানা গুলো নিজেরদের উপস্থাপন করার জন্য সাইনবোর্ড ব্যবহার করছিলো।

 
প্রথম আধুনিক লোগো ডিজাইন গুলো ১৯০০ এর দশকের গোড়ার দিকে তৈরি করা হয়েছিল এবং মুদ্রণ শিল্পের পাশাপাশি বিকশিত হয়েছিলো।





এছাড়া কৃষি ক্ষেত্রে লোগোর ব্যবহার দেখা যায়





প্রাচীন কাল থেকেই ‍কৃষি ক্ষেত্রে  Shape/ symbol/ text এর ব্যবহার বা Logo এর ব্যবহার হয়ে আসছে।

মানুষ যখন মাঠে গবাদি পশু চরাতো তখন হাজার হাজার গবাদী পশুর মাঝে নিজেদের পশু চেনার জন্য আলাদা একটি বিশেষ Shape/ symbol/ text/  অথবা Logo এর ব্যবহার করতো। 





For Add



Logo Design এর ক্রমবিকাশ:

Logo Design এর ইতিহাস অনেক প্রাচীন। Logo Design এর ক্রমবিকাশ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে জানবো। 

বিভিন্ন সময়, বিভিন্ন জিনিস কে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজনে লোগোর উৎপত্তি হয়েছে।

বিশেষ করে কৃষি বিপ্লবের পর গ্রেট ব্রিটেন, ইউরোপ মহাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যে যখন শিল্প বিপ্লব হয়, তখন বিভিন্ন কোম্পানি/ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠে এবং ব্যাপক প্রচার-প্রসার হয় তখন একই ধরণের পণ্য/সার্ভিস ভিন্ন ভিন্ন কোম্পানি উৎপাদন করে আসছিলো। তখন যে পণ্য/সার্ভিস টি থেকে মানুষের ভালো অভিজ্ঞতা পেয়ে আসছিলো, সেটির উৎপাদনকারী প্রতিষ্ঠান/ ব্রেন্ড কে যেন মানুষ সহজেই মনে রাখতে পারে, সেই প্রয়োজনেই Logo Design ডিজাইন এর উৎপত্তি হয়েছে ও দিন দিন জনপ্রিয়তা পেয়ে আসছে।  


বর্তমানে Logo বলতে Brand Identity বুঝায়।

বর্তমান তীব্র প্রতিযোগীতা মূলক বাজারে একটি ব্রেন্ড কে ইউনিক ভাবে চিহ্নিত করতে লোগোর বিকল্প নেই। কারণ

  • Logo Design হলো এমন একটি প্রতীক, যা Text এবং Image/Illustration এর সমন্বয়ে তৈরি হয়। যা একটি ব্যবসায় কে ইউনিক ভাবে/আলাদাভাবে চিহ্নিত করে।
  • একটি ভালো Logo কোম্পানি কি করে বা এর প্রোডাক্ট/সার্ভিস গুলো কি এবং এর ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করে।
  • লোগো একটি ব্র্যান্ড কে প্রতিনিধিত্ব করে।
  • লোগো হল একটি কোম্পানির চেহারা বা ফেইস হিসেবে কাজ করে। 

আমরা জানি Brand identity  এর প্রধান উপাদান হলো Logo. অর্থাৎ একটি ব্র্যান্ড কে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রধান উপাদান হলো Logo.

এক কথায় বলা যায় Logo হল একটি প্রতিষ্ঠানের Face চেহারা।




For Add




কোন Shape/ symbol/ text/ image/ illustration লোগো হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে: 

সেগুলো হলো:

  1. Simple
  2. Scalable
  3. Memorable/Impactful
  4. Versatile
  5. Relevant


    এগুলো নিয়ে আমরা পরবর্তী ব্লগে বিস্তারিত জানবো।



    Logo Design Category (লোগো  ডিজাইনের প্রকারভেদ)

    সাধারণত Logo Design কে ৭ ভাগে ভাগ করা যায়।


    যথা:-
    1. Monogram (or letter mark) logos
    2. Wordmark logos
    3. Pictorial mark logos
    4. Abstract logo marks
    5. Mascot logos
    6. The combination mark
    7. The emblem

    এগুলো নিয়ে আমরা পরবর্তী ব্লগে বিস্তারিত জানবো।


    আশাকরি বুঝতে  পেরেছেন। পরবতী ব্লগ পড়ার আমন্ত্রন রইল। 




    সর্বশেষ আপডেট: ২ জানুয়ারী ২০২৪

    লেখক ও গবেষক

    --------------

    মোঃ ইউসুফ

    প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
    (লোগো ডিজাইনার)

    Contact and Follow



    যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool

    পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool

    একটি মন্তব্য পোস্ট করুন

    2 মন্তব্যসমূহ

    Emoji
    (y)
    :)
    :(
    hihi
    :-)
    :D
    =D
    :-d
    ;(
    ;-(
    @-)
    :P
    :o
    :>)
    (o)
    :p
    (p)
    :-s
    (m)
    8-)
    :-t
    :-b
    b-(
    :-#
    =p~
    x-)
    (k)